বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চকরিয়ায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গলা কেটে হত্যা 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গলা কেটে হত্যা 

কক্সবাজারের চকরিয়ায় মো. এরশাদ (৩২) নামে হেল্থ কেয়ার ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত এরশাদ কুষ্টিয়া জেলার মিরপুরা থানার সুতাইল এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে একই কোম্পানির এম আর মো. আশিক বিল্লাহকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, হাসপাতাল মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে দেখা যায় অন্ধকারে ধস্তাধস্তি করছে কিছু লোক। এক পর্যায়ে এক ব্যক্তিকে জবাই করে কিছু লোক দৌড়ে পালিয়ে যায়। পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী আশিক বিল্লাহকে সন্দেহজনকভাবে পাকড়াও করে। পরে থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার ও আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, নিহত ব্যক্তির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। কেন হত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। 

কক্সবাজার জেলা সিআইডিকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 

টিএইচ